প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিথ্যা, বানোয়াট ও অপতথ্য সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন কমিশনের ইউটিউবন চ্যানেলে দেয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, যেকোনো ভিডিও বিশ্বাস করার আগে যাচাই করে নিতে হবে। ভিডিও পাওয়া মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাবে না। শেয়ার করার আগে অবশ্যই যাচাই-বাছাই করে নিতে হবে।
তিনি আরও বলেন, এআই-এর অপব্যবহাররোধে সবাইকে সতর্ক হতে হবে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছাতে সকলকে ভূমিকা রাখতে হবে। এ সময় সকলে ঐক্যবদ্ধ থাকলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।