spot_img

এআই-এর অপব্যবহার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: সিইসি

অবশ্যই পরুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিথ্যা, বানোয়াট ও অপতথ্য সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন কমিশনের ইউটিউবন চ্যানেলে দেয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, যেকোনো ভিডিও বিশ্বাস করার আগে যাচাই করে নিতে হবে। ভিডিও পাওয়া মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাবে না। শেয়ার করার আগে অবশ্যই যাচাই-বাছাই করে নিতে হবে।

তিনি আরও বলেন, এআই-এর অপব্যবহাররোধে সবাইকে সতর্ক হতে হবে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছাতে সকলকে ভূমিকা রাখতে হবে। এ সময় সকলে ঐক্যবদ্ধ থাকলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ২১ জন। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও...

এই বিভাগের অন্যান্য সংবাদ