spot_img

আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সিংহাসনে মহারাজ

অবশ্যই পরুন

২১ মাস পর আবারও ওয়ানডেতে সিংহাসন ফিরে পেয়েছে কেশব মহারাজ। অস্ট্রেলিয়াকে নাকাল করা ক্যারিয়ারসেরা বোলিংয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন মহারাজ। আবারও উঠে এসেছেন আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

সদ্য প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে, মহারাজের বর্তমান রেটিং পয়েন্ট ৬৮৭। এই তালিকায় তিনি টপকে গেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা (৬৭১) ও ভারতের কুলদিপ যাদবকে (৬৫০)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট নেয়ার পারফরম্যান্স সরাসরি প্রভাব ফেলেছে র‍্যাঙ্কিংয়ে।

কেয়ার্নসে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। দিয়েছেন এক ওভার মেডেন। ওয়ানডেতে এবারই প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট পেয়েছেন প্রোটিয়া বাঁহাতি স্পিনার। মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডি—অস্ট্রেলিয়ার এই পাঁচ ব্যাটারের উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

২০২৩ সালের নভেম্বরে মহারাজ তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। তখনই পেয়েছিলেন ক্যারিয়ারসেরা ৭৪১ রেটিং পয়েন্ট।

সর্বশেষ সংবাদ

জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ