spot_img

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

অবশ্যই পরুন

পাসপোর্ট না থাকলেও প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ করে দিলো নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রবাসীদের ভোটার হতে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর হলো। কারো পাসপোর্ট না থাকলেও তাকে ভোটার হিসেবে নিবন্ধন করবে কমিশন।

আজ বুধবার (২০ আগস্ট) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করায় প্রবাসীদের এই সুযোগ সৃষ্টি হয়েছে। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত এসওপি থেকে এ বিষয়টি জানা যায়।

এতে বলা হয়, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি হওয়ার মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে। এ ছাড়াও ভোটার প্রমাণে সংশ্লিষ্ট দলিলাদি দিতে হবে।

এসওপিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় অন্যান্য দলিলাদিও নিবন্ধন কেন্দ্রে জমা দেয়া যাবে। সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়া যাবে।

প্রসঙ্গত, বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে কমিশন। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে প্রায় ৫০ হাজারের মতো আবেদন এসেছে।

সর্বশেষ সংবাদ

বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের ফ্যাসিলিটিজ দেখে বাকিদের লজ্জা লাগা উচিত: মুশফিক

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হয়েছে ইয়ুথ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের ট্রায়াল ও বাছাই। মঙ্গলবার প্রথম দিনে যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ