spot_img

ছবি ছড়িয়ে পড়তেই তোলপাড়, প্রযোজকদের সতর্কবার্তা

অবশ্যই পরুন

প্যান ইন্ডিয়ান তারকা প্রভাস আবারও পড়েছেন অনলাইন ফাঁসের ঝামেলায়। ‘বাহুবলি’ খ্যাত এই অভিনেতা এবার আলোচনায় এসেছেন আসন্ন ছবি ‘ফৌজি’ নিয়ে। পরিচালক হনু রাঘবপুডির পরিচালনায় নির্মিত ছবিটির একটি অপ্রকাশিত স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

‘ফৌজি’কে ঘিরে প্রত্যাশা অনেক। ১৯৪০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই ঐতিহাসিক কল্পকাহিনীতে দেখা যাবে অন্যরকম প্রভাসকে। তবে পরিকল্পিতভাবে ফার্স্ট-লুক প্রকাশের আগে ছবি ফাঁস হয়ে যাওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান মইথ্রি মুভি মেকার্স (যারা পুষ্পা-এর মতো ব্লকবাস্টারের প্রযোজকও) এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে।

তাদের ভাষ্য অনুযায়ী—‘যে কোনো অ্যাকাউন্ট থেকে এ ধরনের ছবি ছড়ানো হলে তা রিপোর্ট করা হবে এবং সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে।’

অর্থাৎ স্পষ্ট সতর্কবার্তা—শেয়ার করলে ডিজিটাল আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হতে পারে।

এটাই প্রথম নয়। প্রভাসের আগের বেশ কয়েকটি ছবিও মুক্তির আগেই ফাঁসের শিকার হয়েছে। সাহো (২০১৯)-এর ক্ষেত্রে পুরো অ্যাকশন দৃশ্যই চলে গিয়েছিল অনলাইনে। সাম্প্রতিক কাল্কি ২৮৯৮ এডি ছবিও একই পরিণতির মুখে পড়েছিল।

‘ফৌজি’-তে প্রভাসের সঙ্গে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা অনুপম খের ও মিঠুন চক্রবর্তী। আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নায়িকা ইমানভি, যিনি একসময় কথিত ‘পাকিস্তানি সেনাবাহিনীর যোগসূত্র’ নিয়ে ট্যাবলয়েড শিরোনাম হয়েছিলেন। সংগীতে রয়েছেন ‘সীতা রামম’-এর জনপ্রিয় সুরকার বিশাল চন্দ্রশেখর। ফলে ছবিটির প্রতি দর্শকের আগ্রহ স্বাভাবিকভাবেই বেশি।

সর্বশেষ সংবাদ

ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষণা শেষে প্যানেলে মনোনীতরা ডাকসু ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ