spot_img

উপজেলা পর্যায়ে স্টেডিয়াম তৈরিতে খরচ বাড়লো কেন— জানালেন যুব ও ক্রীড়া সচিব

অবশ্যই পরুন

যৌক্তিক কারণেই উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানালেন, অবকাঠামো, ডিজাইন, জমি অধিগ্রহণ ও নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আসার কারণেই ৫৩ লাখ টাকার পরিবর্তে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ব্যয় বেড়ে ১৪ কোটি টাকা হয়েছে। ৫৩ লাখ টাকা ব্যয়ের স্টেডিয়ামের চেয়ে পরিবর্তিত বর্তমান স্টেডিয়ামের পরিসর বৃদ্ধি পেয়েছে এবং আগের তুলনায় এটি কয়েক গুণ উন্নত।

ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে আরও বলেছেন, জমি অধিগ্রহণসহ আরও নতুন কিছু বিষয় যুক্ত হওয়ায় এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের পিডব্লিউডি এর রেট সিডিউলের পরিবর্তে ২০২২-এর রেট সিডিউল অনুসরণ প্রকল্পের ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ।

সর্বশেষ সংবাদ

রুদ্ধশ্বাস সুপার ওভারে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। এই রান ডিফেন্ড করতে সাইফ হাসানের ওপর ভরসা রাখেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ