spot_img

বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ, দেবে ৪ মিলিয়ন ইউরো

অবশ্যই পরুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এর আগে, বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তারা।

এরপর মাইকেল মিলার জানান, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে, নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না, এ বিষয়ে তারা সম্ভাবতা-প্রতিকূলতা যাচাই করবে।

তিনি বলেছেন, গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে ইইউ, আগামীতে নির্বাচন কমিশন ও সরকারের সাথে আরও আলোচনা হবে।

নির্বাচন পরিচালনায় বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন আছে উল্লেখ করে মাইকেল মিলার প্রত্যাশা রাখেন, আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে।

সর্বশেষ সংবাদ

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে এগিয়ে চলেছেন তার ছেলে রোনালদো জুনিয়র। মাত্র ১৫ বছর বয়সেই জায়গা করে নিয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব-১৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ