spot_img

হানড্রেডে হ্যাটট্রিক করে তরুণ পেসারের রেকর্ড

অবশ্যই পরুন

বাজে শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন তরুণ পেসার সনি বেকার। দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে দুর্দান্ত বোলিংয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। উইজডেন

প্রথম স্পেলে করা ১০ বলেই হজম করেছিলেন চার বাউন্ডারি। তবে দ্বিতীয় স্পেলে এসে অসাধারণ প্রত্যাবর্তন করেন ২২ বছর বয়সী এই ডানহাতি পেসার। নিজের করা ১৭ বলে ২১ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। আর তিন উইকেটই এসেছে টানা ডেলিভারিতে, অর্থাৎ হ্যাটট্রিক।

বেকারের হ্যাটট্রিকের সূচনা হয় ডেভিড মালানকে বোল্ড করার মাধ্যমে। এরপর আবার আক্রমণে ফিরে প্রথম দুই বলেই টম লজ ও জ্যাকব ডাফিকে বিদায় করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

দ্য হান্ড্রেডের ইতিহাসে এ নিয়ে মাত্র চতুর্থবার কোনো বোলার হ্যাটট্রিক করলেন। এর আগে ২০২১ সালে ওয়েলশ ফায়ারের বিপক্ষে বার্মিংহ্যাম ফিনিক্সের ইমরান তাহির, ২০২৩ সালে সাউদার্ন ব্রেভের টাইমাল মিলস এবং ২০২৪ সালে ওভাল ইনভিন্সিবলসের স্যাম কারান হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো সনি বেকারের নাম।

এমন দুর্দান্ত পারফর্ম্যান্সের মাত্র দু’দিন আগেই বেকার ডাক পেয়েছেন তার প্রথম সিনিয়র ইংল্যান্ড দলে। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইট-বল সিরিজে খেলতে দেখা যাবে তাকে। এর আগে তিনি ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া সফরে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন।

সর্বশেষ সংবাদ

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময়সীমা একদিন করে বাড়ানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ