spot_img

সন্তানের মঙ্গলের জন্য মান্নত করার বিধান কী?

অবশ্যই পরুন

সন্তানের জন্য মায়ের চোখে অশ্রু, বাপের কণ্ঠে দোয়া আর থাকে একটাই আশা, আল্লাহর রহমত। শত চেষ্টা, চিকিৎসা আর দোয়া-দরুদেও যখন সন্তানের মঙ্গল নিশ্চিত হয় না, তখন বহু মানুষ আশ্রয় নেন মান্নতের। আল্লাহর নামে কিছু অঙ্গীকার করে তার সন্তুষ্টি কামনা করেন।

প্রশ্ন হচ্ছে সন্তানের মঙ্গল কামনায় আল্লাহর নামে মান্নত করা কি জায়েজ? যদি কেউ জোড়া গরু মান্নত করে, তাহলে কি তাকে এক জোড়াই দিতে হবে?

উত্তর: আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামি শরিয়ত অনুযায়ী, সন্তানের মঙ্গল কামনায় বা অন্য কোনো নেক উদ্দেশ্য পূরণের জন্য মহান আল্লাহর নামে মান্নত করা সম্পূর্ণ জায়েজ। এটি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটি বিশেষ পদ্ধতি। মান্নত করার পর তা পূরণ করা ওয়াজিব বা আবশ্যক। যদি কেউ কোনো নির্দিষ্ট বস্তু বা কাজ মান্নত করে, তবে তাকে সেই মান্নত পূরণ করতে হবে।

আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে, যদি কেউ জোড়া গরু মান্নত করে থাকে, তাহলে তাকে অবশ্যই এক জোড়া গরু (অর্থাৎ দুটি গরু) সদকা বা দান করতে হবে। একটি গরু দিলে তার মান্নত পূর্ণ হবে না। মান্নত এমন এক অঙ্গীকার, যা পূরণ করা আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন। আল্লাহতায়ালা বলেন, আর তারা যেন তাদের মান্নতসমূহ পূর্ণ করে। (সুরা হজ, ২৯)

অতএব, আপনার মান্নত অনুযায়ী আপনাকে এক জোড়া গরুই আল্লাহর রাস্তায় দিতে হবে। এটি আপনার ওপর ওয়াজিব।

তথ্যসূত্র: রদ্দুল মুহতার (৩/৭৩৫, ৭৪০), ফাতহুল কাদীর (৪/৩৭৫) আলবাহরুর রায়েক (৪/২৯৬)

সর্বশেষ সংবাদ

প্রতিদ্বন্দ্বী নয়, ভারত-চীন একে অপরকে অংশীদার হিসেবে দেখা উচিত: চীনের পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও চীনকে একে অপরকে ‘প্রতিদ্বন্দ্বী বা হুমকি’ নয়, বরং ‘অংশীদার’ হিসেবে দেখা উচিত—স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) দিল্লিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ