spot_img

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অবশ্যই পরুন

২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরে জঙ্গী নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার অভিযোগের মামলায় সাবেক আইজিপি ও সে সময়ের এসবি প্রধান জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে এ আদেশ দেন ট্রাইব্যুনাল- ১।

২০১৬ সালে গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে সাত জন নিহত হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, নিহত সবাই জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল। তারা নব্য জেএমবিকে সংগঠিত করা চেষ্টা করছিল বলেও তখন উল্লেখ করা হয়।

এছাড়া ট্রাইব্যুনালে আজ চানখারপুলে হত্যাকাণ্ডের মামলার সাক্ষী সুরক্ষার বিষয়ে অগ্রগতি জানাতে হাজির হন বংশাল থানার ওসি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীকে যারা হুমকি দেবে, কাউকে ছাড় দেওয়া যাবে না।

এদিকে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

সর্বশেষ সংবাদ

ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ