বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ আগস্ট) গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি চলতি বছরের জুলাই মাসে একটি আন্দোলনকে কেন্দ্র করে রুজু হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, বর্তমানে তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানায় হওয়া আসাদ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, জুলাই আন্দোলনে নিহত আসাদের বাবা মো. জয়নাল বাদী হয়ে মামলাটি করেন। বর্তমানে মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে।