spot_img

শাহরুখপুত্র আরিয়ানের ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ

অবশ্যই পরুন

বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান অবশেষে পর্দায় আত্মপ্রকাশ করলেন। তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যান্ডস অব বলিউড’-এর প্রথম ঝলক প্রকাশিত হয়েছে এবং টিজারটি প্রকাশের মুহূর্তে ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

ফার্স্টলুক টিজারে রয়েছে আরিয়ানের ভয়েসওভার এবং উপস্থিতি, যা অনেকটাই তার বাবা সুপারস্টার শাহরুখ খানের স্টাইলে।

টিজারটি শুরু হয় শাহরুখের ‘মোহাব্বাতে’ সিনেমার আইকনিক সেই ভায়োলিনের সুর দিয়ে। এরপর শোনা যায় শাহরুখের কণ্ঠে পরিচিত সেই বিখ্যাত সংলাপ, “এক লাড়কি থি দিওয়ানি সি, এক লাড়কে পে বো মারতি থি” (এক পাগল মেয়ে ছিল, যে এক ছেলের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল)। এর পরপরই দেখা যায় সিরিজের প্রধান দুই চরিত্র লক্ষ্ম্য ও সাহের বাম্বার রোমান্টিক দৃশ্য।

তবে হঠাৎই আরিয়ান হাজির হন, আর কাহিনির মোড় ঘুরে যায়। তিনি বলেন, এই সিরিজ যতটা প্রেম নিয়ে, ততটাই ভরা উন্মাদনা আর অ্যাকশনে। এরপর দেখা যায় লড়াই, ভাঙা নাক, ঝলমলে গ্ল্যামারের দৃশ্য।

আরিয়ানের কণ্ঠে আরো শোনা যায়, ‘বলিউড—যাকে আপনারা বছরের পর বছর ভালোবেসেছেন, আবার সমালোচনাও করেছেন।

আমিও তাই করব, দেব প্রচুর ভালোবাসা, আর একটু আক্রমণ।’

‘দ্য ব্যা**ডস অব বলিউড’ সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন আরিয়ান খান। বিলাল সিদ্দিকি ও মানব চৌহান সহ-নির্মাতা হিসেবে কাজ করেছেন। প্রযোজনা করেছেন গৌরী খান। লক্ষ্ম্য ও সাহের বাম্বার পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আন্যা সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতামী কাপুর।

আরো থাকছেন সালমান খান, করণ জোহর ও রণবীর কাপুরের মতো তারকা। এছাড়া শাহরুখ খানকেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এতে। নেটফ্লিক্সে এ বছরের শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে এটি।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনের প্রতি অন্তর্বর্তী সরকারের সমর্থন অব্যাহত থাকবে, রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ...

এই বিভাগের অন্যান্য সংবাদ