spot_img

পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হয়ে পরিস্থিতি জটিল করে তুলছেন, অভিযোগ জেলেনস্কির

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে আলোচনায় ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে কোনও চুক্তি না হওয়ার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছেন, ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন।

গতকাল শনিবার (১৬ আগস্ট) প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামী সোমবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করবেন।

তবে, ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার পূর্বে তিনি পুতিনকে নিয়ে সমালোচনা করেন। অবশ্য, পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের অবস্থানে বড় পরিবর্তন দেখা গেছে—তিনি আর কেবল যুদ্ধবিরতি চান না, বরং সরাসরি একটি স্থায়ী শান্তিচুক্তি করতে চান।

সূত্র: বিবিসি নিউজ।

সর্বশেষ সংবাদ

নোবেল পুরস্কার নিয়ে হিলারির বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্পের রোমান্টিক উত্তর

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে সক্ষম হন এবং...

এই বিভাগের অন্যান্য সংবাদ