ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামী সোমবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করবেন।
এর আগে, ট্রাম্পের সঙ্গে একটি ‘দীর্ঘ ও গুরুত্বপূর্ণ আলোচনা’ এবং পরে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাস্কা সম্মেলনের বিষয়ে ব্রিফিং করেন তিনি।
বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন:
‘ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে প্রস্তুত – আমরা তা পুনর্ব্যক্ত করেছি’। তবে, পুতিন ও ট্রাম্পের ওই বৈঠকে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার প্রধান বিষয়গুলো আমাদের জানিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্রের শক্তি পরিস্থিতির অগ্রগতিতে প্রভাব ফেলছে।’
“সোমবার, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করবো, যুদ্ধ ও রক্তপাত বন্ধে বিস্তারিত আলোচনা করতে। ট্রাম্পের আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ,’ বলেন জেলেনস্কি।
এই বৈঠকটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মার্কিন ভূমিকায় সম্ভাব্য পরিবর্তন এবং ইউক্রেনের ভবিষ্যৎ শান্তিপ্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিএনএন নিউজ।