spot_img

প্রকল্প নির্মাণে বিদেশি ঠিকাদারদের ওপর নির্ভরশীলতা কমাতে হবে: জ্বালানি উপদেষ্টা

অবশ্যই পরুন

জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে অপচয় ও দুর্নীতি কমবে। পাশাপাশি প্রকল্প নির্মাণে বিদেশি ঠিকাদারদের ওপর নিভর্শীলতা কমাতে হবে।

শনিবার (১৬ আগস্ট) সকালে পতেঙ্গায় চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সীমিত সম্পদের কথা মাথায় রেখে অপচয় কমাতে হবে। আমাদের সড়ক নির্মাণ ব্যয় দক্ষিণ এশিয়ার তুলনায় বেশি। প্রকল্প বাস্তবায়নে বেশি সময় লাগলে ব্যয়ও বাড়ে। কারণ মুদ্রার মান ও জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বদালাতে থাকে।

তিনি আরও বলেন, এই পাইপলাইন ব্যবহার করে তিনটি তেল বিপণন কোম্পানি জ্বালানি সরবরাহ করবে। চট্টগ্রাম থেকে কুমিল্লার বরুড়া হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল এবং ঢাকার ফতুল্লায় জ্বালানি তেল যাবে। এর ফলে তেল চুরি, অপচয় ঠেকানোসহ কোটি কোটি টাকা সাশ্রয় হবে।

সর্বশেষ সংবাদ

গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ