spot_img

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা যা বলেছেন, তার ওপরে আমাদের কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে, ওই তারিখেই নির্বাচন হবে। যে মাসে বলছে, ওই মাসেই হবে। কে কী বললো, ওইটা শোনার আমাদের দরকার নেই।’

জনগণ নির্বাচনমুখী হলে কেউ আর নির্বাচন ঠেকাতে পারবে না জানিয়ে তিনি আরও বলেন, জনগণ হলো আসল। রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে। জনগণ যে সময় চাইবে আমি নির্বাচনের দিকে চলে যাবো, কারও কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার।

এক উপদেষ্টার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে প্রসঙ্গটি এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি জোর দেন মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। বলেন, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। নইলে মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দেবে।

তিনি শেষে আরও বলেন, কোনো একটা ঘটনা ঘটলে আমরা ছবি তুলতে যাই কিন্তু প্রতিকার করি না। সমাজে যদি অঘটন ঘটে বা খারাপ কাজ চলতেছে, সেটা প্রতিকার করা আপনাদের ঈমানি দায়িত্ব।

সর্বশেষ সংবাদ

দক্ষিণ এশিয়ায় জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে: শিল্প উপদেষ্টা

জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ার মেরিটাইম টেকনলোজিতে বাংলাদেশের নেতৃত্ব দেয়ার সুযোগ এসেছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ