spot_img

লিভারপুলের নাটকীয় জয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরু

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুর ম্যাচে জয় দিয়ে উড়ন্ত সূচনা করলো ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে আর্নে স্লটের দল।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৩৭ মিনিটে প্রথম লিড নেয় লিভারপুল। নতুন রিক্রুট হুগো একিটিকে প্রথম ম্যাচেই গোলের দেখা পেলে এগিয়ে যায় অলরেডরা। ফরোয়ার্ড কোডি গ্যাকপো দলের ব্যবধান দ্বিগুণ করেন। একিটিকের অ্যাসিস্টে ৪৯ মিনিটে স্কোরশিটে নাম তোলেন এই ডাচ ফরোয়ার্ড। তবে এরপর লিভারপুল ভক্তদের চমকে দেয় বোর্নমাউথ। ৬৪ ও ৭৬ মিনিটে জোড়া গোল করে অতিথিদের সমতায় ফেরান আন্তোইন সেমেনিও।

ম্যাচের ৮৮ মিনিটে আবারও লিড নেয় লিভারপুল। বদলি হিসেবে নেমে স্কোরশিটে নাম তোলেন ইতালিয়ান স্ট্রাইকার ফেদেরিকো কিয়েসা। আর ইনজুরি সময়ে মোহাম্মদ সালাহ গোলের দেখা দিলে, ৪-২ গোলের জয় নিশ্চিত করে লিভারপুল।

এদিকে, লিভারপুলের ম্যাচের দিনে দিয়েগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভাকে নানাভাবে স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়। ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। লিভারপুল ভক্তরা দুইটি স্ট্যান্ডে প্লাকার্ড নিয়ে হাজির হন। এমনকি ভক্তরা ‘ইউ’ল নেভার ওয়াক আলোন’ গানটি পরিবেশন করেন।

জোতা গত পাঁচ মৌসুম ধরে লিভারপুলের জন্য খেলেছেন, প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লীগ কাপ জিতেছেন। তার ক্লাব ২০ জার্সি তুলে রেখেছে। এ ছাড়াও অ্যানফিল্ডে জোতার স্মৃতির জন্য স্থায়ী একটি স্মৃতিসৌধ স্থাপন করা হবে।

উল্লেখ্য, স্পেনের জামোরার এক হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা যান পর্তুগিজ ও লিভারপুল তারকা দিয়েগো জোতা। ২৮ বছর বয়সী প্রয়াত এই ফুটবলারের মৃত্যুতে তাই শোকের ছায়া নামে ক্রীড়াঙ্গনে। ২০২০ সালে ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলে যোগ দেন জোতা।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ