পূর্বনির্ধারিত দিন অনুযায়ী আজ শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার সর্বাধিক জনবহুল শহর অ্যাঙ্কোরেজে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শহরটির উত্তর প্রান্তে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা যৌথ ঘাঁটি এলমেনডর্ফ-রিচার্ডসনে বৈঠক অনুষ্ঠিত হবে।
এটি আলাস্কার বৃহত্তম সামরিক ঘাঁটি এবং স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের হুমকি প্রতিহত করার জন্য গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা স্থান এবং কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে বিশেষ ভূমিকা রেখেছিলো।
বিবিসির খবরে বলা হয়, হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, ঘাঁটিটি বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়ার কারণ হলো- এটি দুই নেতাকে আতিথেয়তার জন্য বেশ নিরাপদ এবং যাবতীয় প্রয়োজনীয়তাও পূরণ করে।
এর আগে প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন ২০১৯ সালে ঘাঁটিটি পরিদর্শন করেছিলেন ট্রাম্প এবং বলেছিলেন, সেখানকার সেনারা যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিরক্ষা রেখা হিসেবে দেশের শেষ সীমান্তে কাজ করে।
৬৪ হাজার একর জায়গাটি মার্কিন আর্কটিক সামরিক প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। ১৯৫৭ সালে এর শীর্ষে ২০০টি যুদ্ধবিমান, একাধিক বিমান ট্র্যাফিক নিয়ন্ত্রণ এবং প্রাথমিক সতর্কতা রাডার সিস্টেম স্থাপন করেছিলো যুক্তরাষ্ট্র।
জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ১টা) শুরু হবে দুই নেতার সাক্ষাৎ। এদিন স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে আলাস্কার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করবেন ট্রাম্প এবং একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে বৈঠক শেষে অ্যাঙ্কোরেজ ত্যাগ করবেন তিনি। শনিবার (১৬ আগস্ট) ভোরে তার হোয়াইট হাউসে ফিরে আসার কথা রয়েছে।
এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগদানের জন্য আলাস্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যাওয়ার পথে রাশিয়ার মাগাদানে যাত্রাবিরতিও করেছেন তিনি।