spot_img

বিয়ের আগেই বিচ্ছেদ চুক্তিতে রোনালদো-জর্জিনা!

অবশ্যই পরুন

২০১৬ সাল থেকে জর্জিনা এবং রোনাল্ডো একসঙ্গে রয়েছেন। বেড়েছে তাদের পরিবার। তাদের সঙ্গে থাকে রোনাল্ডোর পাঁচ সন্তানও। এদের মধ্যে সারোগেসির মাধ্যমে জন্ম হয় এভা এবং মাতেওর। অ্যালানা এবং বেলার জন্ম দেন জর্জিনা। তবে আট বছর একে অপরের সঙ্গে সম্পর্কে থাকলেও রোনাল্ডো ও জর্জিনা কেউই একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি।

তবে জুটির এই প্রেমকথা রূপকথার মতো হলেও, এর পেছনে রয়েছে কঠিন বাস্তবতাও। জানা গেছে, রোনালদো ও জর্জিনা অনেক আগেই বিচ্ছেদ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়ার দাবি করেছে, যখন জর্জিনা প্রথমবার রোনালদোর সন্তান ‘আলানা মার্টিনা’কে গর্ভে ধারণ করেন, তখনই তারা এই বিচ্ছেদ চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, যদি এই জুটি ভবিষ্যতে আলাদা হয়ে যান, তবে জর্জিনার জীবনের শেষ দিন পর্যন্ত প্রতি মাসে রোনালদো তাকে ভরণপোষণ হিসেবে দেবেন ১ লাখ ১৪ হাজার ডলার(বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা!) শুধু তাই নয়, রোনালদোর মাদ্রিদের বিলাসবহুল বাড়ি ‘লা ফিনকা’য় থাকার অধিকারও পাবেন জর্জিনা।

রোনালদোর মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ৬৭১ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় যা প্রায় ৮ হাজার ১৫৬ কোটি!) তবে টাকার অঙ্ক যত বড়ই হোক, জর্জিনাকে নিয়ে তার আবেগ যে আরও বড়, তা বুঝিয়ে দিচ্ছে এই বাগদান।

উল্লেখ্য, গত জুনে, রোনালদো সৌদি আরবে তার চুক্তি আরও দুই বছর বাড়িয়েছেন। ক্লাব দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, ‘আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তে আমাকে সমর্থন করে। তাছাড়া সৌদির মানুষ অত্যন্ত আন্তরিক। এজন্য আমরা সেখানে বসবাস করতে চাই এবং এখানেই আমাদের জীবন চালিয়ে যেতে চাই।’

সূত্র: বলিউড শাাদিস ডটকম

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে গণভোট ও নির্বাচন একই দিনে হতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে। শুক্রবার (০৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ