গাজীপুরের সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে একজন ইয়াবা কারবারি ও ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী জয়দেবপুর থানাধীন বাহাদুরপুর শিকদার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার সদরপুর থানা মোলামের ডাংগী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাদক কারবারি নাজমুলক ও গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাহাদুরপুর গ্রামের মৃত আলীয়ার হোসেনের ছেলে সোহাগ এবং গাজীপুর জেলার জয়দেবপুর থানা বাহাদুরপুর গ্রামের শরিফের ছেলের রাব্বিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
সেনাবাহিনী জানান, ১ হাজার ৫শ পিচ ইয়াবা ও খাওয়ার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
আসামিদের কাছ থেকে জব্দ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সামগ্রী গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় হস্তান্তর করা হয়েছে।