spot_img

রাবাদার বাউন্সারে অস্ট্রেলিয়ান শিবিরে বড় ধাক্কা

অবশ্যই পরুন

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বাউন্সারে হেলমেটে আঘাত পান মিচেল ওয়েন। মাথায় আঘাত (কনকাশন) জনিত কারণে সাদা বলের সিরিজ থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ডারউইনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ৫৩ রানে হারের সময় মাঠেই ওয়েনকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা হয়। কিন্তু পরবর্তীতে কনকাশনের লক্ষণ দেখা দিলে তাকে সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়।

নিয়মিত ১২ দিনের ‘স্ট্যান্ড-ডাউন’ মেয়াদ থাকায় ওয়েন শনিবার কেয়ার্নসে অনুষ্ঠিতব্য সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ এবং এরপরের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।

তার জায়গায় স্কোয়াডে যোগ দিয়েছেন স্পিন-বোলিং অলরাউন্ডার কুপার কনোলি।

এছাড়া ব্যাটার ম্যাট শর্ট (সাইড ইনজুরি) ও পেসার ল্যান্স মরিস (পিঠে চোট) ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। তাদের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি এবং বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুহনেম্যান।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পিঠের ব্যথার কারণে ল্যান্স মরিস আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য পার্থে ফিরে গেছেন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল ১৭ রানে।

সর্বশেষ সংবাদ

ঘরে বসেই দেখা যাবে ‘সাইয়ারা মুভি’

মোহিত সূরির পরিচালনায় নির্মিত ‘সাইয়ারা’ (Saiyaara), যেটিতে আনেৎ পাড্ডা ও আহান পাঁডে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, সম্প্রতি সিনেমাহলে মুক্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ