spot_img

পুতিনের চোখে চোখ রেখে আলোচনা করবেন ট্রাম্প

অবশ্যই পরুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে পর্যাপ্ত কৌশল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার অ্যাঙ্করেজ এই বৈঠক অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেন, ‘অবশ্যই, প্রেসিডেন্টের হাতে প্রয়োজন হলে ব্যবহারের জন্য পর্যাপ্ত কৌশল রয়েছে।’ তিনি জানান, প্রয়োজনে নিষেধাজ্ঞাসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার সুযোগ ট্রাম্পের সামনে খোলা রয়েছে।

তবে লেভিট জোর দিয়ে বলেন, ট্রাম্প কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দেন এবং শান্তিপূর্ণ উপায়ে সংঘাতের অবসান ঘটানোই তার মূল লক্ষ্য। তিনি বলেন, ‘এই প্রেসিডেন্টের জন্য কূটনীতি সবসময়ই প্রথম পছন্দ।’

লেভিট জানান, শুক্রবার ভোরে হোয়াইট হাউস ত্যাগ করে আলাস্কার জয়েন্ট বেস এলম্যানডর্ফ-রিচার্ডসনে পৌঁছাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানেই পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি।

এই দ্বিপাক্ষিক আলোচনা শেষে উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে একটি মধ্যাহ্নভোজ ও পরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

লেভিট আরও বলেন, ‘এই বৈঠকের পর কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা পুরোপুরি প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর নির্ভর করছে। তিনি রুশ প্রেসিডেন্টের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করবেন, কীভাবে অগ্রগতি সম্ভব।’

তিনি জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ট্রাম্প সব ধরনের কূটনৈতিক বিকল্প ব্যবহার করতে চান।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

মুক্তির দিনেই ফাঁস, অনলাইনে ঢুকলেই মিলছে রজনীকান্তের ‘কুলি’

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেছে রজনীকান্তের নতুন অ্যাকশন ড্রামা ছবি ‘কুলি’। প্রেক্ষাগৃহে চালানোর কয়েক ঘণ্টার ব্যবধানেই অনলাইনে দেখা...

এই বিভাগের অন্যান্য সংবাদ