spot_img

মুক্তির দিনেই ফাঁস, অনলাইনে ঢুকলেই মিলছে রজনীকান্তের ‘কুলি’

অবশ্যই পরুন

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেছে রজনীকান্তের নতুন অ্যাকশন ড্রামা ছবি ‘কুলি’। প্রেক্ষাগৃহে চালানোর কয়েক ঘণ্টার ব্যবধানেই অনলাইনে দেখা যাচ্ছে সিনেমাটি। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) মুক্তির দিন দুপুরেই টেলিগ্রাম চ্যানেলসহ বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে এইচডি প্রিন্টে দেখা গেছে সিনেমাটি।

ভারতীয় মিডিয়া ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ছবির অবৈধ কপি সার্চ ইঞ্জিনে ‘কুলি ফ্রি ডাউনলোড’ হিসেবে ট্রেন্ডিং হতে শুরু করে। তামিলরকার্স, পাইরেটস বে, ফিল্মিজিলা, মুভিরুলজ, মুভিজদাসহ একাধিক কুখ্যাত পাইরেসি সাইটে দ্রুত ছড়িয়ে পড়ে ছবি। কিছুক্ষণের মধ্যেই লিঙ্ক পৌঁছে যায় সোশ্যাল মিডিয়া এবং টেলিগ্রামের বড় বড় চ্যানেলে। ফলে ছবির প্রথম দিনের থিয়েটার ব্যবসাও ঝুঁকির মুখে পড়েছে।

এমন পরিস্থিতিতে ছবির টিম এবং রজনী ভক্তরা নেটদুনিয়ায় অনুরোধ জানাচ্ছেন, ‘থিয়েটারে গিয়ে ছবি দেখুন, অবৈধ ডাউনলোড এড়িয়ে চলুন। পাইরেসি সরাসরি বক্স অফিস সংগ্রহে প্রভাব ফেলে।’

‘কুলি’ পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। প্রধান চরিত্রে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুন, আমির খান এবং শ্রুতি হাসান।

সূত্র: ইন্ডিয়া টাইমস

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ভোটের জন্য সংস্কার প্রয়োজন: ডা. তাহের

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ভোটের জন্য জুলাই সনদসহ সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ