spot_img

বাগদান সারলেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার

অবশ্যই পরুন

বাগদান সেরে ফেললেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। বুধবার মুম্বাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন অর্জুন। এ দিনের বাগদান অনুষ্ঠানে দুই পক্ষের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বাইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। সেই পরিবারের জামাই হলেন শচীনপুত্র।

বাবার মতো ২৫ বছরের অর্জুনও পেশাদার ক্রিকেটার। পেস অলরাউন্ডার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেন। ঘরোয়া ক্রিকেট খেলেন গোয়ার হয়ে। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। লিস্ট ‘এ’ (ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট) ম্যাচ খেলেছেন ১৮টি।

অন্যদিকে, পরিবারের মতো সানিয়াও ব্যবসায়ী। তার নিজের একাধিক সংস্থা রয়েছে। এ ছাড়া পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান সমানতালে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন সানিয়া। খুব বেশি আড়ম্বরপূর্ণ জীবনযাপনও পছন্দ করেন না। সাধারণভাবে থাকতেই ভালবাসেন তিনি। বেশ কিছু দিন ধরেই অর্জুনের সঙ্গে সম্পর্কে ছিলেন সানিয়া। পরে দুই পরিবারের সম্মতিতে চার হাত এক করার সিদ্ধান্ত হয়।

সর্বশেষ সংবাদ

আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল মরক্কো

নাইজারকে উড়িয়ে আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে মরক্কো। শুক্রবার রাতে ঘরের মাঠে ১০ জনের নাইজারকে ৫-০...

এই বিভাগের অন্যান্য সংবাদ