spot_img

বিদেশি অলরাউন্ডারদের দাম এবার ২৫ বা ৩০ কোটিও ছুঁতে পারে: অশ্বিন

অবশ্যই পরুন

আইপিএলের আসন্ন নিলামকে সামনে রেখে বড় ধরনের দল পুনর্গঠনের পরিকল্পনা করছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এর অংশ হিসেবে অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি।

সংবাদমাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর কিছুটা হতাশ হলেও অশ্বিন চান নিলামের আগে কর্তৃপক্ষ যেন স্পষ্টভাবে তাকে সিদ্ধান্ত জানিয়ে দেয়।

অশ্বিন বলেন, ‘আইপিএলে ভালো ভারতীয় ক্রিকেটার পাওয়া কঠিন। তাই দলগুলো বিদেশি অলরাউন্ডারদের জন্য বড় অঙ্ক খরচ করতে পারে।’

তার মতে, মিচেল ওয়েন ও ক্যামেরন গ্রিনের জন্য এবার তীব্র প্রতিযোগিতা হবে। পাশাপাশি তরুণ ভারতীয় পেসার মায়াঙ্ক যাদবও নিলামে নজর কাড়বেন। যদিও গত আসরে চোটের কারণে মাত্র দুই ম্যাচ খেলেছেন তিনি। অশ্বিন মনে করেন, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে ছেড়ে দিতে পারে।

নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন আরও বলেন, বিদেশি অলরাউন্ডারদের দাম এবার ২৫ বা ৩০ কোটিও ছুঁতে পারে। ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে দলগুলো খুব বেশি ঝুঁকি নেবে না, কারণ সেরা খেলোয়াড়রা ইতোমধ্যে দলে আছে। তবে কিছু তরুণ প্রতিভার দিকে নজর থাকবে।

গত মৌসুমে সিএসকে ৯ কোটি ৭৫ লাখ টাকায় অশ্বিনকে ধরে রাখলেও তিনি ৯টির বেশি ম্যাচ খেলতে পারেননি এবং প্রত্যাশিত পারফরম্যান্স দিতে ব্যর্থ হন। ফলে বাজেট পুনর্গঠনের জন্য তাকে ছাড়ার পরিকল্পনা করছে সিএসকে। শুধু অশ্বিনই নন, প্রায় ১০ জন ক্রিকেটার ছেড়ে দিয়ে ৩৪ কোটি টাকার বাজেট গঠনের পরিকল্পনা করছে দলটি।

এদিকে শোনা যাচ্ছে, রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন দল ছাড়তে চান। তাকে নিতে আগ্রহী সিএসকে ও কলকাতা নাইট রাইডার্স। এছাড়া দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক লোকেশ রাহুলকেও কেকেআর দলে ভেড়াতে চেষ্টা চালাচ্ছে।

অশ্বিন আশা করছেন, নিলামের আগে দল স্পষ্ট ও স্বচ্ছভাবে তাদের সিদ্ধান্ত জানাবে, যাতে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে পারেন।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুর লাগাম টেনে ধরবেন ইসরায়েলি সেনাপ্রধান!

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্দখল নিয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল...

এই বিভাগের অন্যান্য সংবাদ