spot_img

মন্ত্রী-এমপি, সচিবসহ যাদের প্লট-ফ্ল্যাটের কোটা বাতিল

অবশ্যই পরুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বৈষম্যমূলক প্লট ও ফ্ল্যাট বরাদ্দের কোটাব্যবস্থা বাতিলসহ দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। একই পরিবারের একাধিক বরাদ্দের সুযোগ বন্ধ করা হয়েছে। ধানমন্ডিতে অনিয়মের মাধ্যমে বরাদ্দ পাওয়া ১২টি বিলাসবহুল ফ্ল্যাটের বরাদ্দও বাতিল করা হয়েছে।

বুধবার এক প্রেস রিলিজের মাধ্যমে মন্ত্রণালয় জানিয়েছে, শেরে বাংলা নগরের ১৭.৪৭ একর জমিতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার কাজ এগোচ্ছে। রাজধানীর শাহবাগসহ ৯টি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ শেষ হয়েছে এবং আরও ৫৫ জেলায় নির্মাণাধীন। মিরপুরে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য ২,৩৮০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এতে আরও বলা হয়, আজিমপুরে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য ৮৩৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বার্থবিরোধী পাঁচটি প্রকল্প বাতিল করে সরকারের ৪২৬ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

একইসাথে রাজউক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ বিধিমালা সংশোধন করে মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর জন্য নির্ধারিত কোটা বাতিল করা হয়েছে।

বিশেষ অডিটে ২০০৯-২০২৪ সময়কালে গৃহায়ণ কর্তৃপক্ষের ২৮২টি অনিয়ম চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ১১ কর্মকর্তা বরখাস্ত এবং রূপপুর গ্রিন সিটি প্রকল্পে জড়িত ২৫ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।

এই সময়ে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মী নিয়োগ, নীতিমালা হালনাগাদ, এবং দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে অগ্রগতি হয়েছে বলে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

বিদেশি অলরাউন্ডারদের দাম এবার ২৫ বা ৩০ কোটিও ছুঁতে পারে: অশ্বিন

আইপিএলের আসন্ন নিলামকে সামনে রেখে বড় ধরনের দল পুনর্গঠনের পরিকল্পনা করছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এর অংশ হিসেবে অভিজ্ঞ...

এই বিভাগের অন্যান্য সংবাদ