spot_img

বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ান ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অবশ্যই পরুন

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নতুন বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি ব্যবসাবান্ধব হয়ে উঠেছে এবং বর্তমান সরকার এ লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের ব্যবসায়িক ফোরামে এসব কথা বলেন তিনি। এসময় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, অতীতে বাংলাদেশে ব্যবসা অনেক সময় প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হয়নি। তবে এখন পরিবর্তিত বাংলাদেশে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে নিজেকে ব্যবসাবান্ধব করে গড়ে তুলছে। আমি পরিবর্তিত বাংলাদেশে অসীম সম্ভাবনা খুঁজে পেয়েছি।” তিনি মালয়েশিয়ান বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে নতুনভাবে বিনিয়োগের আহ্বান জানান এবং বলেন, দেশটির তরুণ ও সৃষ্টিশীল জনগোষ্ঠী এ সম্ভাবনাকে আরও শক্ত ভিত্তি দেবে।

বিশ্বজুড়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “তাদের মধ্যে রয়েছে বাংলাদেশের জন্য কিছু করার গভীর আকাঙ্ক্ষা। এই মেধা ও উদ্যোগকে বিনিয়োগের অংশ হিসেবে কাজে লাগানো যেতে পারে।” তিনি বিশ্বাস করেন, তরুণদের অংশগ্রহণ ও উদ্যোক্তা সক্ষমতা দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

ফোরামের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বক্তব্য দেন। তিনি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা, নীতিগত স্থিতিশীলতা এবং শুল্ক ও অশুল্ক বাধা কমিয়ে আনার জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

মায়ামিতে ম্যাচ খেলতে বার্সেলোনাকে অনুমতি দিল লা লিগা

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) চলতি মৌসুমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একটি লা লিগা ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। বার্সেলোনা এবং ভিয়ারিয়ালের...

এই বিভাগের অন্যান্য সংবাদ