spot_img

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

অবশ্যই পরুন

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ যদি সমর্থন জানায়, তাহলে একটি নিরাপদ, সমৃদ্ধ ও সবার জন্য কর্মবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় তারেক রহমান বলেন, “নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি।” তিনি মনে করেন, দেশের সামগ্রিক অগ্রগতি তখনই সম্ভব, যখন কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করা যায়। তিনি বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে যদি আমরা সহনশীলতা ও সমঝোতার রাজনীতি চর্চা করি, তাহলে দেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।”

তারেক রহমান বলেন, “স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে।” তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, যেন তারা বিএনপির রাজনীতির মূল শক্তি হয় এবং জনগণের অধিকার ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে।

সর্বশেষ সংবাদ

মায়ামিতে ম্যাচ খেলতে বার্সেলোনাকে অনুমতি দিল লা লিগা

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) চলতি মৌসুমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একটি লা লিগা ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। বার্সেলোনা এবং ভিয়ারিয়ালের...

এই বিভাগের অন্যান্য সংবাদ