spot_img

প্রকাশ্য বিরোধে জড়ালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ ও দেশটির সেনাবাহিনীর প্রধান আয়াল জামিরের মধ্যে সিনিয়র সেনা কর্মকর্তাদের নিয়োগ নিয়ে প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে। রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে সাম্প্রতিক এই টানাপোড়েনের খবর জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

প্রতিরক্ষামন্ত্রী কাতজ অভিযোগ করেছেন, জামির কোনো ধরনের পূর্ব সমন্বয় বা সম্মতি ছাড়াই পদোন্নতির অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, প্রকাশিত তালিকায় থাকা নামগুলো নিয়ে আলোচনা বা অনুমোদন দেবেন না।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কর্নেল ও তার ঊর্ধ্বতন পর্যায়ের কমান্ডার নিয়োগের ক্ষেত্রে বিধি অনুযায়ী একমাত্র সিদ্ধান্তগ্রহণকারী কর্তৃপক্ষ হলেন সেনাপ্রধান। তারা আরও জানায়, এই নিয়োগ সংক্রান্ত আলোচনা আগেই নির্ধারিত ছিল এবং তা নিয়ম মেনেই হয়েছে।

প্রকাশিত তালিকায় রয়েছেন বারাক হিরাম, যিনি ইসরায়েলি সামরিক বাহিনীর অপারেশন ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

ইসরায়েলের হা’আরেত্জ পত্রিকার খবরে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর কিবুত্স বেইরি এলাকায় একটি বাড়িতে ট্যাংক ও শেল হামলার নির্দেশ দেওয়ায় হিরামকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় ওই বাড়িতে ১৩ জন ইসরায়েলি বন্দি ছিলেন। পরবর্তী তদন্তে তাকে অভিযুক্ত না করে বলা হয়, তিনি ‘কঠিন ও জটিল পরিস্থিতিতে পেশাদারভাবে’ সিদ্ধান্ত নিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদে প্রথম মুসলিম নারী

যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো মুসলিম নারী ব্রিটেনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ