spot_img

শুরু হতে যাচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম, আবেদন অনলাইনে

অবশ্যই পরুন

সারাদেশে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকা কার্যক্রম। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় পরিচালিত এ কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।

সোমবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান।

ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, ১ আগস্ট থেকে টিকা গ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে, যা টিকাদান শুরুর আগ পর্যন্ত চলবে। জন্ম নিবন্ধন সনদ না থাকলেও বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করা যাবে এবং হাতে লিখে টিকা নেওয়ার তথ্য প্রদান করা হবে।

lll

তিনি জানান, সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবসে স্কুলে ক্যাম্প স্থাপন করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। যারা ক্যাম্পে আসতে পারবে না বা স্কুলে যায় না, তারা পরবর্তী ৮ দিন স্থানীয় ইপিআই কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে।

টাইফয়েড টিকা সরবরাহ করছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স। এক ডোজে এ ভ্যাকসিন ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। অনলাইন নিবন্ধনের জন্য vaxepi.gov.bd/registration সাইটে জন্ম নিবন্ধন নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। জন্ম নিবন্ধন থাকলে ভ্যাকসিন কার্ড ডাউনলোডও করা যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত একটি সংক্রমণ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। উপসর্গের মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমি, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। প্রাথমিক পর্যায়ে লক্ষণ অস্পষ্ট থাকায় শনাক্তকরণ অনেক সময় কঠিন হয়ে পড়ে।

সর্বশেষ সংবাদ

আইপিএলে নিজের টিম না কেনার কারণ জানালেন সালমান

বলিউডের বহু তারকা যেমন শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা আইপিএল টিমের মালিকানায় রয়েছেন, কিন্তু সালমান খান সেই তালিকায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ