spot_img

শুভশ্রী-রাজ ও রুক্মিণীর কাছে যে কারণে ক্ষমা চাইলেন দেব

অবশ্যই পরুন

একদিকে ‘ধূমকেতু’র অগ্রিম বুকিং এবং দর্শকের উন্মাদনা নিয়ে মনে মনে দারুণ খুশি প্রযোজক এবং অভিনেতা দেব। তবে অন্যদিকে বিশেষ কিছু ঘটনায় খারাপ লাগা রয়েছে, যে কথা প্রথমবার প্রকাশ্যে আনলেন দেব। এমনকি অপ্রত্যাশিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্রর কাছে।

‘ধূমকেতু’র সাফল্যে আসলে রাজ এবং রুক্মিণী এই দু’জন মানুষের অবদান অনেকটাই, এমনটাই মনে করেন এবং সর্বসমক্ষে এই কথা জানালেন দেব। ছবি মুক্তির পাঁচদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিটের অ্যাডভান্স বুকিং। এমনকি হাউসফুল হয়ে গিয়েছে একাধিক হলের একাধিক শো। ‘ধূমকেতু’ নিয়ে মানুষের উন্মাদনা ঠিক কোথায় পৌঁছেছে এটা আন্দাজ করাই যায়।

তবে এই মন ভাল করা খবরের মধ্যেও সমাজমাধ্যমে রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকে ব্যক্তিগতভাবে যেভাবে আক্রমণ করা হচ্ছে তা নিয়ে একেবারেই খুশি নন বরং বিরক্ত দেব। দেব বলেন, “আমি নিজে ব্যক্তিগত আক্রমণে পাত্তা দিই না। তবে রাজ ও রুক্মিণীর সঙ্গে যেটা ক্রমাগত হয়ে চলেছে তা অত্যন্ত খারাপ লাগার। রুক্মিণী ধূমকেতুর গান নিয়ে রিল বানিয়েছে, এমনকি আজও যখন আমাদের দেখা হল ধূমকেতু নিয়ে কথা হয়েছে। রুক্মিণী এই ছবির সাফল্য নিয়ে প্রথম থেকে অনেকটাই উত্তেজিত। রাজ ও শুভশ্রীকে ঠিক এতটাই সাপোর্ট করছেন, নাহলে শুভশ্রী যেভাবে খুশি মনে করছেন তা সম্ভব হত না।”

দেব আরও বলেন, “এই অপ্রত্যাশিত ঘটনার জন্য আমি রাজ-শুভশ্রী-রুক্মিণীর কাছে ক্ষমা চাইছি। কারণ আমি এই ছবির প্রযোজক। তাই এই ঘটনার দায়িত্ব আমার ওপরও বর্তায়। আমি বুঝতে পারি না সমাজমাধ্যমে অন্য একজনকে খারাপ কথা বলে মানুষ কী আনন্দ পান। কিছু ভিউজ এবং রিচের জন্য আমি না হয় নিজেকে এতটা নিচে নামালাম না। এইভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে হয়ত সমাজমাধ্যমে এই ব্যক্তিগত আক্রমণ বন্ধ হতে পারে। আমি এবং শুভশ্রী আমাদের পুরনো ঝগড়া-ঝামেলা,মান-অভিমান মিটিয়ে মঞ্চে এক হয়েছি। সেটা কিন্তু অভিনয় ছিল না, ছবির প্রচারের স্বার্থে আমরা পুরো কাজটা করেছি।”

তিনি আরও বলেন, “এক সময় আমাদের মধ্যে যা ছিল, শুভশ্রী একসময় নিয়ে যা বলেছিল, সবকিছু ভুলে, এই ছবির জন্য আমরা এক হয়েছি। কারণ আমরা প্রত্যেকেই চাই এত বছর পর মুক্তি পাওয়া এই ছবি যেন সফল হয়। এই সাফল্যের পিছনে রাজ এবং রুক্মিণীর অনেক অবদান আছে। রাজের সঙ্গে আমার সরাসরি দেখা হয়নি তবে আমি জানি এই ছবির সাফল্য কামনা করে রাজও। তাই এই ধরণের মন্তব্য বন্ধ করে মানুষ হলে গিয়ে ছবি দেখুক এটাই চাই।” সূত্র: আজকাল

সর্বশেষ সংবাদ

আইপিএলে নিজের টিম না কেনার কারণ জানালেন সালমান

বলিউডের বহু তারকা যেমন শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা আইপিএল টিমের মালিকানায় রয়েছেন, কিন্তু সালমান খান সেই তালিকায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ