spot_img

ভারতের পার্লামেন্টে বিক্ষোভ: পদযাত্রায় রাহুল-প্রিয়াঙ্কা আটক

অবশ্যই পরুন

সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লোকসভা ও রাজ্যসভায় বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে বিক্ষোভ করেন।

হিন্দুস্তান টাইমস‘র খবর, সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দিল্লির সংসদ ভবনের মকর দ্বার থেকে পদযাত্রা শুরু করেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ব্লকের এমপিরা। গন্তব্য ছিল নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়, নির্বাচন সদন। যাত্রাপথে তারা পরিবহন ভবনের সামনে দিয়ে অগ্রসর হন। দিল্লি পুলিশ জানিয়েছে, এই পদযাত্রার জন্য আগে থেকে অনুমতি নেওয়া হয়নি।

সংসদের কাছে পৌঁছালে দিল্লি পুলিশ নেতাদের আটকায়। এ সময় রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ভাদ্রাকে আটক করে পুলিশ। অন্যদিকে, অখিলেশ যাদবকে একটি ব্যারিকেড টপকে যেতে দেখা যায়।

বিক্ষোভে রাজনীতিকদের অভিযোগ, বিহারের নির্বাচনী তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া স্বচ্ছ নয়। রাজ্যসভায় আরজেডি এমপি মনোজ ঝা বলেন, ‘আপনারা (ইসি) শ্রেণিবদ্ধ তথ্য দিচ্ছেন না। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও জেদ বজায় রেখেছেন। এটি ভোট জালিয়াতিরই অংশ।’

লোকসভায় উত্তেজনা:

সোমবার সকাল ১১টায় অধিবেশন শুরু হতেই কংগ্রেসসহ বিরোধী এমপিরা স্লোগান দেন এবং প্ল্যাকার্ড দেখান। স্পিকার ওম বিরলা প্রশ্নোত্তর পর্ব চালানোর চেষ্টা করলেও প্রায় ১০ মিনিট পর তা ব্যাহত হয়। বিরোধীদের অভিযোগ, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে ইসির এই সংশোধন প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট।

ক্রমাগত ১৪ দিন ধরে বিরোধীদের স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের কারণে অধিবেশন ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেন স্পিকার। পরে লোকসভার অধিবেশন মুলতবি করা হয়।

রাজ্যসভায় একই চিত্র:

রাজ্যসভায়ও একই দৃশ্য দেখা যায়। কার্যক্রম শুরু হতেই বিরোধী সদস্যরা স্লোগান দেন। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ ২৯টি নোটিশ খারিজ করেন। এরপর রাজ্যসভাও মুলতবি হয়।

পদযাত্রায় নাটকীয়তা:

পরে পদযাত্রা চলাকালে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করেন। একইভাবে তৃণমূলের আরেক এমপি মিতালি বাগও বিক্ষোভ চলাকালে পড়ে যান। দলীয় নেতারা জানান, তীব্র গরম ও ভিড়ের কারণে এ ঘটনা ঘটে।

বিরোধী দলগুলো ঘোষণা করেছে, বিহারের নির্বাচনী তালিকা সংশোধন প্রক্রিয়া বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। তাদের দাবি, ইসি যেন নিরপেক্ষভাবে ভোটার তালিকা হালনাগাদ করে এবং সব তথ্য প্রকাশ করে।

সর্বশেষ সংবাদ

হুমকি দিয়ে ট্রাম্প বললেন, ‌‘যুক্তরাষ্ট্রে ১৯৩০-এর মতো মহামন্দা হতে পারে’

নিজের শুল্কনীতিকে ঘিরে এবার যুক্তরাষ্ট্রকেই বিপদের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিচারব্যবস্থার দিকেও ছুঁড়ে দিলেন হুঁশিয়ারি। ট্রাম্পের...

এই বিভাগের অন্যান্য সংবাদ