মধ্য আফ্রিকার দেশ চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা সুচেস মাসরাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সহিংসতায় উসকানি, বর্ণবাদী ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোর অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আদালত সুচেস মাসরাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১৮ লাখ মার্কিন ডলার জরিমানাও করেছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন মাসরার আইনজীবী কাজিলেম্বায়ে ফ্রান্সিস।
চাদের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস দেবির একজন কট্টর বিরোধী নেতা হিসেবে পরিচিত সুচেস মাসরা। যদিও ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে তিনি প্রায় পাঁচ মাস দেবির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
গত মে মাসে দেশটির প্রসিকিউটর মাসরার বিরুদ্ধে তদন্ত শুরু করেন। অভিযোগ ছিল, তার দেওয়া বর্ণবাদী ও বিদ্বেষমূলক বার্তাগুলো চাদের দক্ষিণাঞ্চলীয় মানদাকাও শহরে সংঘটিত এক রক্তক্ষয়ী সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত। ওই সংঘর্ষে প্রায় এক ডজন মানুষ প্রাণ হারিয়েছিলেন।