spot_img

কারিনার সন্তানের বাবা হিসেবে উঠে আসে হৃত্বিকের নাম!

অবশ্যই পরুন

বলিউড তারকা কারিনা কাপুর খান—ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়িয়েছেন বহুদিন। এখন আবারও উঠে এসেছেন খবরের শিরোনামে। কারণ, একটি পুরনো গুজব ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের শুরু হয়েছে আলোচনা।

উইকিপিডিয়া অনুযায়ী, বর্তমানে বয়স চল্লিশের ঘর পেরোলেও তার জীবন, ক্যারিয়ার এবং পারিবারিক পটভূমি নিয়ে আগ্রহের কমতি নেই অনুরাগীদের মধ্যে। অনেকে যেমন তাকে সফল ও প্রতিভাবান অভিনেত্রী হিসেবে দেখেন, তেমনি কেউ কেউ তির্যক দৃষ্টিতে তাকে ‘স্পয়েল্ট ব্র্যাট’ বলতেও ছাড়েন না—যার বাংলা তরজমা হতে পারে ‌‘বখে যাওয়া বড়লোকের সন্তান’।

তবে এসব আলোচনার মধ্যেও একটি রটনা বরাবরই ছিল সকলের আগ্রহের কেন্দ্রে। বলিউড পাড়ায় বহুদিন ধরেই কানাঘুষো চলে আসছিল, কিশোরী বয়সে কারিনা নাকি পড়েছিলেন বিপাকে। গুজব অনুযায়ী, তিনি টিনএজে থাকাকালীন সময় একবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। বাবা হিসেবে কার নাম উঠে আসে জানেন?

তার আগে একবার ঝালিয়ে নেওয়া যাক কারিনা কাপুরের ছোটবেলা। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম নেন কারিনা। বাবা রণধীর কাপুরের সঙ্গে মা ববিতার সম্পর্ক মোটেও ভালো ছিল না।

কাপুর পরিবারের নিয়মানুসারে বিয়ের পর বউদের ইন্ডাস্ট্রিতে কাজের নিষেধাজ্ঞা ছিল, আর এই যুক্তিই কোনোভাবে মানতে পারেননি ববিতা। দুই মেয়ে, কারিনা ও কারিশমাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন তিনি। প্রথম যমুনাবাই নার্সিং স্কুলে তাকে ভর্তি করা হলেও কিছু বছর পরেই বলিউডের বেবোকে পাঠিয়ে দেওয়া হয় দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে। সেখানেই দীর্ঘ সময় কাটান তিনি।

রটনা বলে, ওই স্কুলে থাকতে থাকতে নাকি নবম শ্রেণিতে আচমকাই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।

তখন তার বয়স মোটে ১৪ বছর। এখানেই কি শেষ? সন্তানের বাবা হিসেবে উঠে আসে হৃতিক রোশনের নামও। তার সঙ্গে কারিনার যে বিশেষ সম্পর্ক ছিল এ খবর কে না জানেন?

যদিও এই ঘটনার কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি, তাই এই ঘটনা সত্যি নাকি শুধুিই ধোঁয়াশা তা জনসম্মুখে প্রকাশ পায়নি কখনো। আর এ নিয়ে কারিনাও কখনো মুখ খোলেননি।

সূত্র-টিভি নাইন

সর্বশেষ সংবাদ

গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ, সৈন্যদের যুদ্ধে না জড়ানোর আহ্বান

সম্প্রতি গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ