spot_img

‘ইউক্রেনের ভবিষ্যৎ ইউক্রেনীয়দের ছাড়া নির্ধারিত হতে পারে না’

অবশ্যই পরুন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনের প্রতি প্যারিসের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘ইউক্রেনের ভবিষ্যৎ ইউক্রেনীয়দের ছাড়া নির্ধারিত হতে পারে না।’

শনিবার (৯ আগস্ট) এক ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলেন ম্যাক্রোঁ। তিনি জানান, তারা সবাই ইউক্রেনকে সমর্থন দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

ম্যাক্রোঁ বলেন, ‘ইউক্রেনীয়রা তিন বছরের বেশি সময় ধরে স্বাধীনতা ও নিরাপত্তার জন্য লড়াই করে আসছে। ইউক্রেনের ভবিষ্যত তাদের মতামত ছাড়া নির্ধারিত হতে পারে না।’

ম্যাক্রোঁ আরও বলেন, ‘ইউরোপীয়রাও এই সমস্যার সমাধানে অবশ্যই অংশ নেবে, কারণ তাদের নিজেদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে রয়েছে।’

ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ফোনালাপ হয়েছে। যেখানে তারা ইউরোপ, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে নজর দিয়েছেন। সেটি শনিবার ইউকের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।

তারা উভয়েই ট্রাম্পের যুদ্ধ শেষ করার আগ্রহকে স্বাগত জানান এবং যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের ওপর চাপ অব্যাহত রাখতে একমত হন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও শনিবার জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের এমন একটি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তিতে পৌঁছাতে হবে, যা ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেন নিয়ে কোনো কিছু ইউক্রেনকে বাদ দিয়ে নয়। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি: সিপিডি

দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। তাই এই মুহূর্তে সবাই বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে-এমন প্রত্যাশা থাকলে সেটি ভুল। রোববার (১০ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ