spot_img

পুতিনের সঙ্গে বৈঠকের আগে ইউরোপে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

অবশ্যই পরুন

ইউক্রেন সংঘাত নিয়ে শান্তি আলোচনার নতুন উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও ইউরোপীয় এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সকে ব্রিটেনে পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৯ আগস্ট) রয়টার্স এক প্রতিবেদনে ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামী ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ভ্যান্সের এই সফরের মাধ্যমে ওই সম্মেলনের পথ প্রস্তুত করা হবে। ওই বৈঠকে কিয়েভ ও মস্কোর মধ্যে চলমান সংঘাত সমাধানই প্রধান আলোচ্য বিষয় হবে বলে আশা করা হচ্ছে।

রয়টার্সের সূত্র অনুযায়ী, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতোমধ্যেই এই ফোরামের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন।

মুখপাত্র জানান, স্টারমার ও জেলেনস্কি ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, ‘তারা একমত হয়েছেন যে ব্রিটেনে এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ ফোরাম হবে, যেখানে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পথে অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।’

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহের শুরুতে মস্কো সফর করেছেন এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত নিরসনের লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট (ট্রাম্প) জানিয়েছেন, আলোচনায় থাকা ধারণাগুলোর মধ্যে ‘উভয় পক্ষের কল্যাণে কিছু ভূখণ্ড অদলবদল’ করার বিষয়টি রয়েছে। তিনি বলেন, এমন কোনো চুক্তি বাস্তবায়ন করতে হলে জেলেনস্কিকে ইউক্রেনের আইনের আওতায় সেটি অনুমোদনের উপায় খুঁজে বের করতে হবে।

তবে জেলেনস্কি এমন কোনো সমঝোতা প্রত্যাখ্যান করেছেন এবং দাবি করেছেন, ‘কেউই এই বিষয়ে ছাড় দেবে না, দিতেও পারবে না।’ তিনি ঘোষণা করেন, ‘ইউক্রেনীয়রা তাদের ভূমি দখলদারদের হাতে তুলে দেবে না।’

রাশিয়ার প্রধান আলোচক কিরিল দিমিত্রিয়েভ সতর্ক করেছেন যে, যেসব দেশ ইউক্রেন সংঘাত দীর্ঘায়িত করতে চায়, তারা পুতিন-ট্রাম্প বৈঠক ভণ্ডুল করতে নানা চেষ্টা চালাবে। সাবেক মার্কিন প্রতিরক্ষা দপ্তরের উপদেষ্টা ড্যান ক্যাল্ডওয়েলও সতর্ক করেছেন, ‘এই আসন্ন শীর্ষ বৈঠক ভেস্তে দিতে একটি সমন্বিত প্রচেষ্টা ইতোমধ্যেই শুরু হয়েছে।’

সূত্র: আরটি

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, তবে দেশটি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে নয়াদিল্লিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ