টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সময়টা ঠিক ভালো যাচ্ছে না তার। সম্প্রতি তার দাদুকে হারিয়েছেন। সেই শোক সামলে ওঠার চেষ্টা করছেন রুক্মিণী। রুক্মিণীর দাদু ছিল তার জীবনের অনেকটা অংশ জুড়ে। দাদুকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন তিনি।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে রুক্মিণী মৈত্র বলেন, সদ্য দাদুকে হারিয়েছি। আমি এবং আমার পরিবার এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি।
দেবের প্রেমিকা রুক্মিণীর জীবনে শক্তির অন্যতম উৎস তার মা মধুমিতা মৈত্র। বাবাকে হারিয়ে অভিনেত্রী যখন পুরোপুরিভাবে ভেঙে পড়েন, তাকে সাহস জোগান মা। তার কাছ থেকেই পিতৃবিয়োগের শোক সামলে শুটিং ফ্লোরে পা রাখার শক্তিও পেয়েছিলেন অভিনেত্রী।
অদূর অতীতে, দেবের সঙ্গে রুক্মিণীর সম্পর্ক নিয়েও কিছু কম জলঘোলা হয়নি। শোনা গিয়েছিল, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। তবে যাবতীয় গুঞ্জন উড়িয়ে প্রেমিকের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি। তাকে পাশে রেখেই মেতে ওঠেন আনন্দে।
শুধু তাই নয়, দেবের আসন্ন ছবি ‘ধূমকেতু’র মুক্তি নিয়েও রুক্মিণীর উচ্ছ্বাস দেখার মতো। কয়েক দিন আগেই ছবির গানে গানে গানটিতে প্রেমিকের সঙ্গে একটি রিল করেন তিনি। একাধিক সাক্ষাৎকারে রুক্মিণীও জানান যে, ‘ধূমকেতু’ নিয়ে দেবের সংগ্রামের সাক্ষী তিনি। তাই অবশেষে এই ছবি দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার উদযাপনের মনের মানুষের পাশেই থাকবেন।