spot_img

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল

অবশ্যই পরুন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ‘পরিবর্তন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান আরও বলেন, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তা করা হচ্ছে। যদি আর কোনো অভিযোগ থাকে, তাহলে আরও পদক্ষেপ নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। অপরদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে অন্তর্বর্তী সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

সর্বশেষ সংবাদ

কেন ফিনল্যান্ড থেকে আইসব্রেকার কিনছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গ্রীনল্যন্ডের মালিকানার বিষয়টি বারবার জোর দিয়ে আলোচনার মাঝখানে আর্কটিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের বিস্তৃত মালিকানার...

এই বিভাগের অন্যান্য সংবাদ