spot_img

শুধু পর্দায় নয়, বাস্তবেও প্রেমে মজেছে ওরা!

অবশ্যই পরুন

বক্স অফিসে তুমুল সাফল্যের পর স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে ‘সাইয়ারা’ জুটি—আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। পর্দায় তাদের প্রেমের রসায়ন মন জয় করেছে দর্শকের, আর এবার গুঞ্জন— এই রসায়ন নাকি বাস্তবেও ধীরে ধীরে গাঢ় হচ্ছে!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যা যেন এই জল্পনাকে ঘৃতাহুতির কাজ করেছে। ভিডিওতে দেখা যায়, একটি অভিজাত শপিং মলের বুটিকে একসঙ্গে সময় কাটাচ্ছেন আহান, অনীত এবং আহানের মা।

এমনকি, বুটিক থেকে বেরিয়ে আসার সময় ক্যামেরায় ধরা পড়ে এক মিষ্টি মুহূর্ত— আহান অনীতার হাত ধরতে গেলে, তিনি লজ্জায় হাত সরিয়ে নেন এবং এরপর সরাসরি অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। এই ‘লাজুক অভিব্যক্তি’ই এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

সিনেমা হিট হলেই তারকাদের প্রেমের গুঞ্জন বলিপাড়ায় নতুন নয়। ঐশ্বরিয়া-অভিষেক, রণবীর-দীপিকা কিংবা সিদ্ধার্থ-কিয়ারা—সবাই এই একই পথে হেঁটেছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল নবাগত আহান ও অনীতার।

‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই ছবিটি দর্শকের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। বিশেষ করে ছবির গান ও আহান-অনীতার রোমান্টিক কেমিস্ট্রি দর্শকদের মন জয় করেছে। প্রথম ছবিতেই আহান তার অভিনয় দক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন। অনীতাও তার অনবদ্য পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। এমনকি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও এই জুটির প্রশংসায় পঞ্চমুখ।

বক্স অফিসেও বাজিমাত করেছে ‘সাইয়ারা’। এরই মধ্যেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে ছবিটি চলতি বছরের সর্বোচ্চ আয়ের ছবি ‘ছাবা’র (৬০১ কোটি) রুপি রেকর্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

সব মিলিয়ে, পর্দার সাফল্যের পাশাপাশি বাস্তবেও কি নতুন তারকা জুটির উত্থান হতে চলেছে? উত্তর সময়ই বলবে। তবে অনুরাগীরা এরই মধ্যেই এই ‘লাজুক প্রেম’-এর গল্পে বেশ মজে গেছেন!

সর্বশেষ সংবাদ

রেকর্ড জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

টেস্ট অভিষেকেই বাজিমাত করলেন নিউজিল্যান্ডের তরুণ পেসার জ্যাকারি ফোকস। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া এই ডানহাতি পেসার দ্বিতীয় ইনিংসে...

এই বিভাগের অন্যান্য সংবাদ