ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বলেছেন, ইউক্রেনীয়রা দখলদারদের কাছে তাদের এতটুকু জমিও ছেড়ে দেবে না। খবর বিবিসি’র।
এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আঞ্চলিক ছাড় দেওয়া হতে পারে। ট্রাম্প জানান, তিনি আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন।
জেলেনস্কি বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো সমাধান শান্তির পরিপন্থী হবে। পুতিনের এই যুক্তরাষ্ট্র সফর হবে ২০১৯ সালের পর ট্রাম্পের সঙ্গে তার প্রথম মুখোমুখি আলোচনা।
২০২২ সালে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা দখল করে রেখেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের অগ্রগতি পায়নি মস্কো, আর ইউক্রেনীয় পাল্টা আক্রমণেও রুশ বাহিনীকে পিছু হটানো যায়নি।