spot_img

পরিবর্তনের লক্ষ্যে গণতন্ত্রের ভিত্তি দৃঢ় করার তাগিদ তারেক রহমানের

অবশ্যই পরুন

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে গণতন্ত্রের ভীত মজবুত করতে হবে। ধীরে ধীরে গণতন্ত্রের ভীত শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

শনিবার (৯ আগস্ট) বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, বর্তমানে যেসব সংস্কার নিয়ে কথা হচ্ছে দু’বছর আগেই বিএনপি এর ৯৯ শতাংশ ৩১ দফার মাধ্যমে তুলে ধরেছে। যেহেতু আগামী নির্বাচনে বিএনপিই পছন্দের শীর্ষে রয়েছে তাই আমরা স্বচ্ছতার মাধ্যমে জবাবদিহিতার গণতন্ত্র সৃষ্টি করতে চাই।

একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক হিংসার যে কালচার তৈরী করা হয়েছে তা আমাদের ধ্বংস করেছে, আমাদের এ কালচার থেকে বের হয়ে আসতে হবে।

তারেক রহমান ভবিষ্যত বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করে তিনি আরও বলেন, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেয়া হয়েছে। যেগুলোর মধ্যে এই জাতির সবচেয়ে প্রয়োজনীয় দফাগুলো রয়েছে। সেখানে স্বাস্থ্যের কথা উল্লেখ্যযোগ্যভাবে উল্লেখ করা হয়েছে। তাই শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে।

সর্বশেষ সংবাদ

টিসিবির কার্ড ছাড়াও কম মূল্যে মিলবে তেল, চিনি ও ডাল

নিম্নআয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের পাশাপাশি এবার সাধারণ ভোক্তারাও ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ট্রেডিং কর্পোরেশন...

এই বিভাগের অন্যান্য সংবাদ