spot_img

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীরও মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অফিসার ৩৩ বছর বয়সী ডেভিড রোজ বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট।

ডেকাল্ব কাউন্টি পুলিশ বিভাগ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোজ একটি হামলাকারীকে থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন। তাকে কাছাকাছি এমোরি ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অফিসার রোজ ২০২৪ সালের সেপ্টেম্বরে ডেকাল্ব কাউন্টি পুলিশে যোগ দিয়েছিলেন। তিনি এক স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

অন্তর্বর্তী পুলিশ প্রধান গ্রেগ প্যাড্রিক বলেন, ‘এই মুহূর্তে আমরা সমাজের কাছে তার পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়জন এবং সমগ্র ডেকাল্ব কাউন্টি পুলিশ পরিবারের জন্য প্রার্থনা চাইছি।’

এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল বলেছেন, বন্দুকধারীর গুলিতে নিহত হওয়া আইন প্রয়োগকারী কর্মী একজন নায়ক যিনি চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন। অভিযুক্ত বন্দুকধারী কমপক্ষে চারটি ভবনে গুলিবর্ষণ করেছিল।

প্যাটেল এক্সে একটি পোস্টে বলেন, ‘নিহত পুলিশ কর্মকর্তার জন্য প্রার্থনা করুন, যিনি অন্যদের রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন এবং চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন।’

সূত্র: সিএনএন নিউজ।

সর্বশেষ সংবাদ

‘সরকারি হাসপাতালে চাকরি যাওয়ার ভয় না থাকায় সেবাগ্রহীতারা কাঙিক্ষত সেবা পান না’

সরকারি হাসপাতালে চাকরি যাওয়ার ভয় না থাকায় সেবাগ্রহীতারা কাঙিক্ষত সেবা পান না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ