বলিউডের ভাইজান সালমান খান মজার ছলেই মাঝেমধ্যে বড়সড় ঘটনা ঘটিয়ে ফেলেন। এমনটাই হয়েছিল ২০০৩ সালে ‘তেরে নাম’ ছবির শুটিংয়ের সময়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উঠে এসেছে সেই সময়কার এক ঘটনা, যেখানে সালমানের কথায় কান্নায় ভেঙে পড়েছিলেন সহ-অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণান।
‘তেরে নাম’ ছবিতে অভিনেত্রী ভূমিকা চাওলার বোনের চরিত্রে অভিনয় করছিলেন ইন্দিরা। একটি বিরোধপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালে সালমান নাকি তাকে হুমকি দিয়ে বলেন, ‘তুমি যদি আমার গায়ে হাত দাও, আমি সব মিডিয়ায় ফাঁস করে দেব— বলব তুমি আমাকে মেরেছো।’
তিনি আরও বলেন, এমন কিছু ঘটলে ইন্দিরার ক্যারিয়ার নাকি শেষ করে দেবেন। এমনকি ইন্ডাস্ট্রিতে যেন আর কাজ না পান, সেই ব্যবস্থাও করবেন।
এমন হুমকির পর ইন্দিরা কান্নায় ভেঙে পড়েন। পরিস্থিতি আরও জটিল হয় যখন সালমানের দেহরক্ষীরাও তাকে সাবধান করে বলেন, ‘ভাইয়ের গায়ে হাত দিলে রক্ষা নেই।’
এই উত্তেজনাপূর্ণ পরিবেশ কিছু সময় স্থায়ী থাকলেও পরে জানা যায়, সালমান আসলে পুরোটা সময় মজার ছলে কথা বলছিলেন। অভিনেত্রীর কান্না দেখে শেষ পর্যন্ত সালমান নিজেই হেসে ফেলেন এবং জানান, সবটাই ছিল ‘রসিকতা’।
যদিও সালমান খান এই ঘটনাকে মজা হিসেবে দেখেছেন, তবু বলিউডে তার এমন রসিকতার পেছনে থাকা ক্ষমতার বাস্তবতা অনেকেই অস্বীকার করেন না। অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণনের অভিজ্ঞতা যেন আরও একবার তুলে ধরল ইন্ডাস্ট্রির অদৃশ্য ক্ষমতার জাল।