spot_img

মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহতের ঘটনায় সেই চালকের বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করা হয়েছে।

গতকাল শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে, প্রবাসী বাহার উদ্দিনের বাবা আব্দুর রহিম বাদি হয়ে বেগমগঞ্জ মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

গাড়িচালক এনায়েত লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে।

এর আগে, গত মঙ্গলবার রাতে ওমান থেকে ছুটিতে দেশে ফিরেন প্রবাসী বাহার উদ্দিন। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে ভোরে গ্রামের উদ্দেশ্যে রওনা হন পরিবারের লোকজন। পথে নোয়াখালীর বেগমগঞ্জে খালে পড়ে প্রাণ হারান বাহারের পরিবারের ৩ শিশু ও ৪ নারী সদস্য।

সর্বশেষ সংবাদ

শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে : শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ