spot_img

মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহতের ঘটনায় সেই চালকের বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করা হয়েছে।

গতকাল শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে, প্রবাসী বাহার উদ্দিনের বাবা আব্দুর রহিম বাদি হয়ে বেগমগঞ্জ মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

গাড়িচালক এনায়েত লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে।

এর আগে, গত মঙ্গলবার রাতে ওমান থেকে ছুটিতে দেশে ফিরেন প্রবাসী বাহার উদ্দিন। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে ভোরে গ্রামের উদ্দেশ্যে রওনা হন পরিবারের লোকজন। পথে নোয়াখালীর বেগমগঞ্জে খালে পড়ে প্রাণ হারান বাহারের পরিবারের ৩ শিশু ও ৪ নারী সদস্য।

সর্বশেষ সংবাদ

টিসিবির কার্ড ছাড়াও কম মূল্যে মিলবে তেল, চিনি ও ডাল

নিম্নআয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের পাশাপাশি এবার সাধারণ ভোক্তারাও ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ট্রেডিং কর্পোরেশন...

এই বিভাগের অন্যান্য সংবাদ