spot_img

সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, মূল লক্ষ্য সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন: প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ৫ আগস্ট আমরা সরকারের প্রথম অধ্যায় শেষ করেছি। আজ থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলাম। দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত দ্বিতীয় কাজ হলো সংস্কার, আর তৃতীয় কাজ হলো বিচার প্রক্রিয়া। সবগুলো সমানভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে হওয়া সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে। এখন আছে ৮ লাখ। আরও ৫০ হাজার বাড়বে। সেনাবাহিনীর সদস্য ৬০ হাজার থেকে বাড়ানো হবে।

প্রেস সচিব জানান, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার জন্য সেনাবাহিনী এখনও মাঠে মোতায়েন রয়েছে। সুষ্ঠু নির্বাচনে জন্য মাঠ প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম আরও বলেন, আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশনা এটাই ছিল যাতে উপদেষ্টারা নিজেদের জায়গা থেকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করেন।

সর্বশেষ সংবাদ

রেকর্ড পরিমাণে কমলো জাপানের জনসংখ্যা

জাপানে জনসংখ্যা হ্রাসের হার আরও তীব্র আকার ধারণ করেছে। ২০২৪ সালে দেশটির জনসংখ্যা কমেছে ৯ লাখ ৮ হাজার ৫৭৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ