ব্রাজিলের কিছু পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। গত ৩০ জুলাই এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর এই শুল্ক আরোপ করেন।
৩০ জুলাই হোয়াইট হাউসের এক ঘোষণায় ব্রাজিল সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দমন–পীড়ন, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও বিধিনিষেধ আরোপের অভিযোগ আনা হয়। ওই ঘোষণায় আরও বলা হয়, সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ও তাঁর হাজার হাজার সমর্থকের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এগুলো ব্রাজিলে আইনের শাসনকে দুর্বল করে দিয়েছে।
তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা দেশটির ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করেছেন। তিনি এ পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেল’ মন্তব্য করে বলেছেন, ট্রাম্পের শুল্ক মোকাবিলায় পশ্চিমা যেকোনো দেশের তুলনায় ব্রাজিলের বেশি সামর্থ্য রয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল যুক্তরাষ্ট্রে রপ্তানি করে মাত্রা ১২ শতাংশ পণ্য। অন্যদিকে চীনে রপ্তানি করে প্রায় ২৮ শতাংশ পণ্য। তাই দক্ষিণ আমেরিকার দেশটিকে ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক মোকাবিলায় অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় কম বেগ পেতে হবে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর লুলা বলেছেন, ব্রাজিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে প্রস্তুত। কিন্তু বলসোনারোকে নিয়ে ট্রাম্পের মন্তব্য অগ্রহণযোগ্য।