spot_img

সামিউনের নৈপুণ্যে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

অবশ্যই পরুন

লক্ষ্যটা মোটেও বড় ছিল না। জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৮ রানের জন্য ব্যাট করতে নামে বাংলাদেশ। যুবারা ছোট এই টার্গেটে পৌঁছার সম্ভাবনাও কঠিন করে তুলে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে। সাত নম্বরে নামা সামিউন বশির সেই সম্ভাবনাকে উড়িয়ে দেন ৬ চার ও ৩ ছক্কার মারে।

হারারেতে ৬৮ রানের মধ্যে সর্বোচ্চ ৪৩ রান করেন রিফাত বেগ। বাকি চারজনই আউট হন সিঙ্গেল ডিজিটে। এরপর মো. আবদুল্লাহ ও বশির জুটি গড়ে নির্বিঘ্নেই বাংলাদেশকে জয় এনে দেন। আবদুল্লাহ ৪৭ বলে করেন ২০ রান। সাতে নামা বশিরের ব্যাট থেকে ৩৬ বলে আসে ৫২। বাংলাদেশ ম্যাচটি জিতেছে ৫ উইকেটে।

বাংলাদেশ শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে, ১০ আগস্ট ফাইনাল খেলবে প্রোটিয়া ‍যুবাদের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ আটকে দিয়েছিল ১৪৭ রানের মধ্যে। প্রোটিয়া যুবারা একশ তোলার আগেই ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দুই ওপেনারকে ফিরিয়ে শুরুটা করেছিলেন দুই পেসার ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ। ইমনের শিকার হওয়া জরিচ ফন ৫ ও ফাহাদের শিকার আদনান ১৬ রান করেন। এরপর সানজিদ মজুমদারের ঘূর্ণি।

সানজিদ টানা নেন জেসন রাউলস, কামো ফিরি ও ডানিয়েল বোসম্যানের উইকেট। এদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪৫। চাপের মধ্যে পল জেমস ও ভিহান প্রিটোরিয়াস প্রতিরোধ গড়ে তুলেছিলেন। রিজান হাসান ভিহানকে ১৮ রানে ফিরিয়ে ৩৭ রানের জুটি ভাঙেন। এরপর মাবাথার সঙ্গে ৩২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৩৩ রানে বিদায় নেন জেমস। মাবাথা খেলেন সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে ৩৯ রানে ৪ উইকেট নেন সানজিদ। ২টি করে উইকেট পান ফাহাদ ও সামিউন বশির।

সর্বশেষ সংবাদ

লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান...

এই বিভাগের অন্যান্য সংবাদ