spot_img

নতুন চুলের সাজে নেইমার, জোড়া গোলে কামব্যাক

অবশ্যই পরুন

বছরের বেশিরভাগ সময় নেইমারকে কাটাতে হয় চোট সঙ্গী করে। ফলে পারফরম্যান্সও ওঠানামা করে ব্রাজিলিয়ান সুপারস্টারের। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে হয়ে স্বদেশে ফিরেও চোটের হানায় পড়তে হয়েছে। তবে নতুন চুলের স্টাইলে ভিন্ন রূপে ফিরেছেন নেইমার। শুরুর একাদশে নেমেছেন এবং পুরো ম্যাচ খেলে গোল পেয়েছেন দুটি।

ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নেইমার মেলে ধরেন নিজেকে। সিরি আ’তে জুভেন্টুডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সান্তোস। দুটি গোল করেছেন নেইমার। অন্য গোলটি আলভারো ব্যারিয়েলের। প্রতিপক্ষের একমাত্র গোলটি করেন উইলকের এঞ্জেল।

ম্যাচের ৩৬তম মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে প্রথম গোলটি করেন নেইমার। আর্জেন্টাইন উইঙ্গার আলভারোর শট বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ছুটে এসে বল জালে জড়ান নেইমার। দ্বিতীয় গোলটি পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচ ম্যাচ খেলেছেন। আর প্রায় দুই বছর পর আবারও এক ম্যাচে পেলেন জোড়া গোলের স্বাদ। মাঠে ফিরেই এমন পারফরম্যান্সে সমর্থকদের মাঝে ফিরিয়ে দিয়েছেন পুরনো নেইমারের আভাস।

সর্বশেষ সংবাদ

শিগগিরই কার্যকর হচ্ছে ফ্রান্স-ব্রিটেনের নতুন অভিবাসন চুক্তি

চলতি বছরের জুলাইয়ের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া নতুন দ্বিপাক্ষিক চুক্তি শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ