spot_img

ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গুলিতে আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু

অবশ্যই পরুন

গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি নারকীয়তা। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে আরও অন্তত ৩৬ ফিলিস্তিনি। উপত্যকাজুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৪ জনে।

প্রশাসনের তথ্যমতে, প্রতিদিন মাত্র ৮৬ টি ত্রাণবাহী ট্রাক উপত্যকা প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। যা পুরো গাজাবাসীর খাবারের চাহিদার মাত্র ১৪ শতাংশ।

এদিকে, খান ইউনিসের এক শরণার্থী শিবিরে আইডিএফের বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৫ জন। অন্যদিকে উত্তরের নুসেইরাত ক্যাম্প ও উত্তর-পশ্চিমাঞ্চলের একটি এলাকায় আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪ ফিলিস্তিনি।

এ নিয়ে গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ৬০ হাজারেরও বেশি মানুষ।

 

সর্বশেষ সংবাদ

হামজার জোড়া গোলেও নেপালকে হারাতে পারল না বাংলাদেশ

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দলের সবচেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ