spot_img

একই হোটেলে পিটার হাস ও এনসিপির ৫ শীর্ষ নেতা, বৈঠকের খবরকে ‘গুজব’ বলছেন নাসীরুদ্দীন

অবশ্যই পরুন

কক্সবাজারের একটি হোটেলে গেছেন জাতীয় নাগরকি পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পাঁচ নেতা। সেখান আবার রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। তবে দুই পক্ষের মধ্যে বৈঠকের বিষয়টি ‘গুজব’ বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এনসিপির নেতারা কক্সবাজারে পৌঁছান। এরপরই খবর ছড়িয়ে পড়ে পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন তারা।

তবে বিষয়টি ‘গুজব’ জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী নিউজ টোয়েন্টিফোরকে বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম। এখানে এসে আমরা চেক-ইন করে এমন একটা নিউজ দেখলাম।

তিনি আরও বলেন, এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা ঘুরতে এসেছিলাম।

সর্বশেষ সংবাদ

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা পরিচালনায় সাত সদস্যের কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের বিচার কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে সাত সদস্যের একটি কমিটি গঠন...

এই বিভাগের অন্যান্য সংবাদ