spot_img

বিপুল পরিমাণ ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

অবশ্যই পরুন

পাকিস্তানের সঙ্গে সম্প্রতি সংঘর্ষের পর এবার ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য বিশাল অর্ডার দিতে চলেছে ভারতীয় বিমান ও নৌবাহিনী।

শীর্ষ প্রতিরক্ষা সূত্রে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর জন্য বড় সংখ্যায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দেওয়া হতে পারে। সেইসঙ্গে বিমান বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্রের ভূমি ও আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণও কেনা হবে।

চার দিনের এই সংঘাতে পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটি এবং সেনা ছাউনিগুলোতে ব্যাপকভাবে এই ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়।

সূত্রের তথ্য অনুযায়ী, ভারতীয় নৌবাহিনী ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ‘ভীর ক্লাস’ যুদ্ধজাহাজে, আর ভারতীয় বিমান বাহিনী এগুলো মোতায়েন করবে তাদের রুশ নির্মিত এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বহরে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশীয় অস্ত্র ব্যবস্থার কার্যকারিতার প্রশংসা করে বলেন, “অপারেশন সিন্দুরের সময় বিশ্ব দেখেছে আমাদের দেশীয় অস্ত্রের সক্ষমতা। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো ‘আত্মনির্ভর ভারতের’ শক্তি প্রমাণ করেছে—বিশেষ করে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র।”

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

শিগগিরই কার্যকর হচ্ছে ফ্রান্স-ব্রিটেনের নতুন অভিবাসন চুক্তি

চলতি বছরের জুলাইয়ের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া নতুন দ্বিপাক্ষিক চুক্তি শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ